Page Nav

HIDE

Gradient Skin

Gradient_Skin

Breaking News

latest

সারাদেশে রাত ১০টায় একসাথে আযান হওয়ার কারণ কি ? জানুন বিস্তারিত

২৬ তারিখ রাত ১০টা নাগাদ সারাদেশে একসাথে আযান হয়েছে ।  এটা কেন হয়েছে আমরা অনেকে জানিনা।  আজকে জেনে নিন সেই বিষয়ে। আসলে গতকাল রাতে আযান হওয়ার ...



২৬ তারিখ রাত ১০টা নাগাদ সারাদেশে একসাথে আযান হয়েছে । 
এটা কেন হয়েছে আমরা অনেকে জানিনা। 
আজকে জেনে নিন সেই বিষয়ে।
আসলে গতকাল রাতে আযান হওয়ার কারণ হচ্ছে করোনা ভাইরাস নামক মহামারী পরিস্থিতির জন্য।

এখনো বুঝতে পারছেন না তাই ত ?
প্রথমে জেনে নিন কখন কখন আযান দেওয়া যায়

তারপর বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

আযান দেওয়া যায় এমন কয়েকটি কারণ আছে


১.সন্তান ভূমিষ্ট হলে ( জন্ম গ্রহণ করলে)  তার জন্য 
২.দুঃচিন্তাগ্রস্ত ব্যক্তির জন্য 
৩.মৃগী রোগীর জন্য 
৪.রাগী ও বদমেজাজি ব্যক্তির জন্য 
৫.বদমেজাজী জন্তুর কানে আযান দেওয়া 
৬.তুমুল যুদ্ধকালীন সময়ে 
৭.কোথাও আগুন লাগলে
৮.মৃত ব্যক্তিকে দাফন করার পর
৯.জ্বিন অত্যাচার করলে  ( যাকে জ্বিনে ধরেছে)
১০.জঙ্গলে রাস্তা ভুলে গেলে এবং কোন পথ প্রদর্শনকারী না থাকলে 
১১.মহামারী রোগ আসাকালীন সময়ে 

উক্ত সময়ে আযান দেওয়া মুস্তাহাব।

সূত্র চিত্রের মধ্যে দেখুন 



আশা করি সবাই বুঝতে পারছেন।

আল্লাহ্ হাফেজ।        


No comments