Page Nav

HIDE

Gradient Skin

Gradient_Skin
Sunday, May 25

Pages

Breaking News

সরাসরি আপনি ও জেনে নিন করোনায় আপনি কি আক্রান্ত ? - Live Corona Test

করোনা ভাইরাস আপনার হয়েছে কিনা জানুন।    স্বাস্থ্য ডেস্ক।  cyber31bd.com সম্প্রতি পৃথিবীব্যাপী আলোচনার প্রধান বিষয়বস্তু  হিসেবে চিহ্নিত হয়েছে...

Live corona test
করোনা ভাইরাস আপনার হয়েছে কিনা জানুন।   


স্বাস্থ্য ডেস্ক। 
cyber31bd.com

সম্প্রতি পৃথিবীব্যাপী আলোচনার প্রধান বিষয়বস্তু  হিসেবে চিহ্নিত হয়েছে করোনাভাইরাস বা Covid-19

সরাসরি আপনি ও জেনে নিন করোনায় আপনি কি আক্রান্ত ?  - Live Corona Test        

করোনাভাইরাস দ্বারা আক্রান্ত কিনা যাচাই করা হয় সাধারণত বিভিন্ন মেডিকেলে।
সেখানে আক্রান্ত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে টেস্ট করানো যায়।

কিন্তু আমরা অনেকে আছি যারা গ্রাম বা শহরে বিভিন্ন জায়গায় বসবাস করি কিন্তু আমরা চিকিৎসা ক্ষেত্রে পৌছুতে একটু সময়ের প্রয়োজন ।।
দেশে চিকিৎসা সামগ্রীর অভাব
যার কারণে সবার নমুনা সংগ্রহ করে টেস্ট করাটা অসম্ভব হয়ে পড়ে।

হঠাৎ করে অনেকে অসুস্থ হয়ে পড়ি
এতে আমাদের এই করোনাকালে সন্দেহ বাড়তেই পারে।
যার কারণে
বাংলাদেশের সর্ব সাধারণের জন্য বাংলাদেশ সরকার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী কিছু প্রশ্নের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে আপনার অবস্থান জানাতে সক্ষম।

WHO কতৃপক্ষের গাইডলাইন অনুসরণ করে তৈরি এটা।   

ওয়েবসাইটটা সম্পর্কে  :   


  1. এই টুলটির সাহায্যে আপনি কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত কি’না, তা নিজেই মূল্যায়ন করতে পারবেন। 
  2. এমনকি আপনার ঝুঁকির মাত্রা ও করনীয় সম্পর্কেও জানতে পারবেন। 
  3. এই সফটওয়্যারটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর গাইডলাইন মেনে তৈরি করা হয়েছে।
  4.  তবে কোন অবস্থাতেই এই সফটওয়ার থেকে প্রাপ্ত ফলাফলকে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরামর্শ হিসেবে বিবেচনা করা যাবে না। 
  5.  সফটওয়ারে আপনার শেয়ার করা তথ্যের গোপনীয়তা বজায় রাখা হবে।


এতে প্রথমে নিচের লিংকে ক্লিক করে সেখানে প্রবেশ করুন।

করোনাভাইরাস Live Test 


তারপর  আপনাকে পর্যায় ক্রমে কিছু প্রশ্ন দিবে।
প্রথমত নিচের মত আপনার জায়গার নাম লিখুন তারপর টেস্ট এ ক্লিক করুন।

এবার বয়স সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে।

প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিন এবং সবার শেষে জেনে নিন আপনার বর্তমান অবস্থা।
আপনি আক্রান্ত হলেও বুঝতে পারবেন।।

আজকের পর্ব এখানে শেষ করলাম।
Allah Hafeez  

No comments